হে প্রেম, তুমি কি বারমুডা ট্রায়াঙ্গল?
যৌবনের জাহাজের ভরাডুবি হয়,
এ তোমার কি অপরূপ শাশ্বত খেল?
যে লাবণ্য দস্যুদের কাছেও অক্ষয়।
হে প্রেম, তুমি কত বর্ণময় আখ্যান,
কখনো কঞ্জুস নও সর্বদা মঞ্জুশ্রী,
ব্রহ্মাণ্ডের সব প্রাণীর কাছে অম্লান,
দিঘির উৎপলে ভাসে সেই মুখশ্রী।
হে প্রেম, তোমার সৌরভ জ্যোতিষ লিপি,
গোটা জীবনে বায়ুতে সাঁতার কাটে না,
স্বর্গের ফুলকে ভক্ষণ করে সুরভী,
যতিরা‌ তবু অহরহ করে সাধনা,
হে প্রেম, তুমি যুগে যুগে করো বীরত্ব,
তোমার ভাস্বর জ্যোতি হোক চিরসত্য।।