হাজারো উপমার ছন্দ মালঞ্চে বসে,
একঘেয়ে প্রেমের সুর তোলে গিটার,
বাসনা গুলো চেতনা হয়ে পোড়া পথে,
আগের মতো ফিরে যেতে চায় আবার,
যে আশাই বেঁধেছিলাম চড়ুই বাসা,
মরুত কানেকানে কহে সবি দূরাশা,
নীল অমাবস্যায় নীল সমুদ্রে দেখা,
নীল স্বপ্নের লিপিতে লালের মিশ্রণ,
কালো পর্দায় ভালোবাসার পাপ ঢাকা,
অশ্রুরা অবিরাম করে চলে ক্রন্দন,
অতীতেরা অহরহ প্রতিধ্বনি করে,
চাবুক মারি শুকনো গোলাপ ফসিলে,
জীবনের সব প্রেম শেষ এখানেই,
তবু মৃত প্রেমে উপসংহার নেই।।