উদিত রবির রাঙা আভা ধোঁয়া হীন,
পরিবেশে এনেছে সৌন্দর্যের প্লাবন,
ঘুমাছন্ন জগতটা মেলছে নয়ন,
ভ্রমরেরা অরন্যে করিতেছে গুঞ্জন,
পাখির কন্ঠে নবীন সুরের মূর্ছনা,
উচ্ছ্বাসিত মনে নাচিতেছে নীলাঞ্জনা,
হারিয়ে যায় কল্পলোকে,আয়ু ক্ষনিক,
মন নাট্যচিত্রের চেয়েও রোম্যান্টিক,
এত দেখেও শেষ নেই ভবমাধুরী,
যৌবনকে এখানে পুনরুদ্ধার করি,
নদীবক্ষে মুখ দেখে যুবক যুবতী,
নীরবতায় ফোটে হৃদয়ের মুরতি,
রক্ত ঝরলেও সে তোলে কাঁটা গোলাপ,
ছন্দে ঝরে পড়ে অন্তরের সংলাপ।।