হঠাৎ করে নতুন ডেস্কটপ পেয়ে কাজ করছ খুশিমত


স্ট্যান্ডবাই স্ট্যাটাস আমার,পুরনো টেবিলে আছি আপাতত।


সকাল বিকেল পাঁচ মিনিট অন-অফ করে চালু রাখার চেষ্টা কত,


প্রতীক্ষায় আছি, চিরদিনের মত কবে  হব স্থানচ্যুত।


বলার কিছু নেই- রেম(RAM) কম, ওএস (OS) পুরনো, নেটওয়ার্ক ক্ষতিগ্রস্থ,


কম্পাইলার রান করতে পারি না, এরর (error) দিয়ে থাকি যত্রতত্র।


মানুষ ও চায় চ্যাঞ্জিং (changing) ওএস (OS)  অবিরত


হার্মফুল ভাইরাস, দমন করতে অ্যান্টিভাইরাস সদাই ব্যস্ত।


জীবনের কম্পাইলারের কেন যে এরর (error) আসছে


ডিবাগিং (Debugging) কিছুতেই না হচ্ছে


ডিলিট (delete) করতে চাইলেও হ্যাং (hang) হয়ে যাচ্ছে


স্ট্যান্ডবাই হতে হতে অবসোলিট (obsolete) হবার দিন আসছে।।


OS: Operating System
RAM: Random Access Memory