কি শুনা যায় উচ্চস্বরে আল্লাহু আকবার শব্দ করে।
এযে মধুর সুরে  দিচ্ছে আযান,
ডাকছে মসজিদে বন্দেগীর আহ্বানে
ফেলে সকল কাজ-খেলা করিবোনা হেলা।


দুনীয়াবি চিন্তা করে সবই যতন
ভুলে যায় দিন,
দুর থেকে আসে আযানের ধ্বনি
ভোরে কিংবা ঘোরে তিনি কখনোই শুনেনি।


চলো ভাই যায় মধুর কন্ঠে সেথাই,
সেযে টুপি পরতেও শেখেনি।
আমি যাবো আজ, হাতে ওনেক কাজ!
অজুহাত আর কতো এভাবে কি দিন যাই  ভাই
আযান দিলে সকল কাজ হারাম হয়ে যায়।


ঐযে দেখি দলবেঁধে নামাজীরা যায়
আমি কেন থাকব অলসতাই।
দেখি আমি সব পাপে ভরে গেছে সমাজ।


দেখি চা'য়ের দোকানে টিভি বন্ধ করে,
মেয়েটি মাথায় কাপড় দেয়।
আাসল কথা বলে মন নামাজীরা নাই।


কেউবা আবার নামজ পড়ে ঘরের কোনাই,
এদিক ইমাম দুজন নিয়ে নামাজ পড়ায়।
এভাবে কি প্রভূর পবে?
ধর্মের মান জলে য়ায়।


লোক দেখানো নয়,মনে করি ভয়
প্রভূর পাবার আশায় ইবাদতে যায়।
সুন্দর এ পৃথিবী আমাদের অপেক্ষায়।