পিচ্চি ছেলে নাম বলে সে হেলেদুলে
পিতাকে কখনো দেখিনি  সে
মায়ের কাছে একটু আদরে।


অসুস্থ মাকে ফেলে পিতা গেছে চলে,
কোন বাবু সে, ফুলের ফেরিওয়ালা এই শহরে।
সে এখন বস্তির ধারে বাস করে।


জীর্ণ শীর্ণ পোশাকে আগলা পায়ে,
উলকোফুলকো চুলে সবার মাঝে ফুল বেচে একটু বাদুরে।


ফুলগুলো তার হাতে ফুল বেচিতে পথিকের পিছে হাটে।
নিবেন ভাইয়া এইযে আপু নিবেন দুইটা ফুল
দুদিন ধরে না খেয়ে আছি।
এই দরিদ্রটা কি ছিলো আমার জীবনে  ভুল।


সে দিনের কথা,
বাবু পার্কে গেছে -দুরে দেখে এক দম্পতী বসে ঘাসের উপরে,


দৌড়ে গেল সেথায় বলিলো হেসে
দুইটা ফুল নিবেন স্যার একটু ভালবেসে।
দিবেন প্রিয়াকে খুশি হবে শেষে,
দূরে যা বলে লাথি মারিলো কোশে-
বলিল তোদের জন্যে শান্তি পাইনা পার্কে এসে।


কখনো পর্কে কখনো ফুটপাতে কখনওবা গাছের ছায়ায়
তবুও ফুল বেচে যায় পেটের দায়।