ভুলে ভরা এ জীবন ধ্যানের
           কিছু নাই
নব্য এ অবনিতে এগিয়ে
          যাও সাই।


ভ্রম্মে এ জগতে মনষ্য
          হায় হায়
কৃতকার্যে মানব জগৎ
    ভ্রম্ম যেন ধরা শাই।


নিজের ভুল দেখ সদা
অন্যের কর্মের মাঝে
নিজের চেয়ে মিশে গেছ
অন্যের ভুলের মাঝে


মানব জগৎ তলিয়ে গেছে
সকাল, দুপুর আর সাঁঝে।


আদমও করিয়াছে ভুল
গন্দম আহার করে
হইছে মহাবিশ্ব মানবের তরে।

ভুলের মধ্যে গুছিয়ে নেও
মানব  জীবন গড়ে।