বাবা তুমি নেই বলে
মায়ার বাধন ছিন্ন করে
একা ফেলে গেছ চলে।
নেইকো শান্তি নেইকো সুখ
তোমার খোঁজে শূন্য বুক।


চাওয়া পাওয়া আবদার মোর
সবকিছুই করেছি ছবুর।


বাবা কৃষক বাবা তাঁতি
সাহসে বেড়ে যায় মোর ছাতি।


আত্মসম্মান সদা সত্য সততা
তুমি মোর শিক্ষা জীবনে
পরম শিক্ষক শিক্ষা দাতা।


বৈশাখ মাসের ঐ দুপুর
কাল করেছে জীবন মোর।