বাস্তব জীবন মূল্য বুঝে কিসে
অক্ষর জ্ঞান সবই যেন মিছে।


বৃষ্টিতে ছাতা সুন্দর কি শিষে
বৃষ্টি থেমে গেলে ছাতা বোঝা নিমিষে।


কলম সুন্দর দোয়াত কালিতে
কালি ফুঁড়িয়ে গেলে জমা হয়
আবর্জনার ঝুড়িতে।


প্রিয়জনের দেয়া ফুল ঝুড়ি
বাসিতে হয়ে যায় পাপড়ির খড়ী।


ক্ষণস্থায়ী মানব জীবন সবই যেন সুন্দর
এই সুন্দর ধরণীতে একে উপরের নির্ভর।


বাস্তব জীবনে স্বপ্ন যায়না মুছে
মানবের রয়ে যায় ইচ্ছে
নয়কো পূরণ অবশেষে।


মানব প্রয়োজনে তোমাকে স্বরনে রাখে
নিষ্ঠুর সত্য দিন শেষে তোমার নাম মুছে।


দৈনিক সকালে পত্রিকার দাম দশ টাকা
পরের দিন সকালে একই পত্রিকা
এক কে জিতে দশ টাকা।


বছর শুরুতে যে বই একটা করে কিনে
বছর শেষে সে বই কে জিতে বিক্রি করে।


মানব জীবন হাসি খুশি রাখতে চান
রাগ, হিংসা, অহংকার কমান
দৈনন্দিন জীবনে সুখি হতে চান
চাওয়া-পাওয়ার প্রত্যাশা কমান।