বাংলার মাটি‌ বাংলার প্রাণ
         বাংলাকে নিয়ে হয় কবিতা ও গান,
             বাংলা জুড়ে ছবি আঁকা
          বাংলাকে ঘিরে বেঁচে থাকা।
               বাংলার রূপ করে ধন্য
        এক এক রূপ ব্যাখ্যা দেয় ভিন্ন,
         ফুলের সুবাস করে মন মাতাল
                 কৃষ্ণচূড়া ছরায় লাল।
পাখির কল কাকলিতে প্রকৃতি বাজে সুর
    সবুজ বিরাজ করে দূর থেকে বহু দূর,
             নদীর কোলে নৌকা দোলে
                 গাছ দোলে ছলে ছলে।
               মাঠে মাঠে সবুজের খেলা
           ছয় ঋতু বাংলা ছরায় মেলা,
        বাংলার রূপ বাংলাকে করে রাণী
         বাংলাকে নিয়ে তাই হাজার বাণী।
           ভিন্ন দেশীর বাংলার বুকে আশা
          তাদের মুখে বাংলাকে ভালবাসা,
      হাজার পথ ঘুরে ফিরে আসি বাংলায়
      বাংলাকে বাঁচিয়ে রাখবো ভালবাসায়।