ব্যস্ততা বড়ই বিচিত্রময়
কেড়ে নেয় সে মধুর সময়
হারিয়ে যায় বহু প্রিয়জন
ভেঙ্গে যায় বহু রঙিন মন।


ব্যস্ততার ছোটা ছুটিতে মুছে যায় কতো কথা
মনের মাঝে তিলে তিলে জমে  কারো ব্যথা
সময়ের দুয়ারে রেখে আসি কতো স্মৃতি
সময়ের অজুহাতে কতো সম্পর্কের হয় ইতি।


ব্যস্ততা বড়ই কঠিন ব্যাধি
এর হবে না কখনো সমাধি
তবুও চলতে হয় বাঁচার টানে
জীবন পাল্টে যায় ক্ষণে ক্ষণে।


হয়তো মুছে যাবে সবকিছু কোন একদিন
পৃথিবী তোমাকে দিবে ছুটি সেদিন।


ব্যস্ততা তো কেড়ে নেয় সকল কিছু
জীবন থেকে তো ছাড়ে না ব্যস্ততার পিছু।


তাই ব্যস্ত তাকে আগলে রেখে
প্রিয়জনদের জন্য করো সময়
হয় তো তারা বসে আছে অপেক্ষায়।