ধুলো মাখা এই শহরের
কত ছবি জড়ে পরে
বিষণ ব্যস্ততা মাঝে
কেউ একটু সাজে।
কেউ বা হারিয়ে যায় অবেলায়
কেউ থেমে যায় মাঝ রাস্তায়,
ইট বালুর শহর গুলো
রঙিন কত জ্বলে আলো
তার মাঝে কত বিষন্নতার ছবি
তার মাঝে কত শত কবি।
কত গল্পের কত কাহিনী
কত মানুষের কত বাণী
রাতের আলোয় দেখায় কারো রূপ
দিনের আলোয় সেই থাকে চুপ।
শহর সত্যি বড়ই অজানা
যাকে সহজে যায় না চেনা
তবু ও সবাই রাখে শহরের খোঁজ
কেউ বা বিরক্ত হয় রোজ রোজ
তবু ও ইট বালুর শহরের সবারই টান
এ যেন এক মিছে রঙিন ভান।
রং পাল্টায় দিনে দিনে
মানুষ পাল্টায় ক্ষণে ক্ষণে
রঙিন শহর তুমি সত্যি রঙিন
তুমি কখনো হবে না মলিন।