আতঙ্কে পৃথিবী হতাশ
           বিষাক্ত হয়ে যাচ্ছে বাতাস
এক ঝলকে কেড়ে নিলো আলোর ঝিলমিল
পৃথিবীতে যেন থামছে মৃত্যুর মিছিল।
         ফুরাবে কবে অন্ধকার রাত
      তবুও থেমে নাই মানবতার হাত
তুমি হয়তো অনেক অন্ধকার কালো
তোমাকে একদিন মুছবে কোন এক আলো।
    পৃথিবীতে হবে সেদিন নতুন উল্লাস
       মানবতা তোমায় করবে বিনাশ
আবার হাতে হাত রেখে জমবে মিলন মেলা
             হবে নতুন এক ঠিকানা।
      জ্বলবে নতুন আলো পৃথিবী জুড়ে
সব কষ্ট যন্ত্রণা  রেখে যাবো কোন এক তীরে।
আনন্দের তরী তে ভেসে বেড়াবো পৃথিবীর বুকে
        সকল মানুষ এক রবো সুখে-দুঃখে ।
         পৃথিবী নিশ্চুপ রবে এমন কিন্তু না
              তোমার অবসান হবেই করোনা
                   এটা তো মাত্র অপেক্ষা।