হয় তো আমার সাহস নাই অনেকটা দূর যাবার
      হয় তো কোন দাম নাই আমার ইচ্ছার
     তারপর ও ইচ্ছা করে অনেকটা দূর হাঁটি
      আমার ভালোলাগা হাজার খুনসুটি।
       বাস্তবতা আটকে দেয় নানান শর্তে
   সময় কখনো ফেলে  দেয় অন্ধকার গর্তে
           নানান ঘটনার নানান কথা
         দূর থেকে হাতছানি দেয় ব্যথা।
                 স্বপ্ন জুড়ে স্বপ্ন লতা
         মনে আমার হাজার আকুলতা
                সব স্বপ্ন হয় না পূরণ
        ব্যর্থতা কে নিতে হয় করে বরন।
       কত ঘটনা আটকে দেয় অন্ধকারে
      কত যন্ত্রণা ঘোরে জীবনের মোড়ে,
          হাজার মিছিলে হাজার দাবি
     রক্ত মাখা কথা লিখে কখনো পৃথিবী
  এক এক ব্যর্থতা ফেলে দেয় অনেক দূরে
সফলতা আর ব্যর্থতা ঘোরে বাস্তবতার দুয়ারে।
     জীবনের মোড় ঘুরিয়ে দেয় বাস্তবতা
       সব কিছু মেনে নেওয়া নয় ব্যর্থতা।