জানো বাবা,
সবাই বলে তুমি নাকি বটো বৃক্ষের ছায়া
আর আমি বলি তুমি লতাময় মায়া,
মাঝে মাঝে তোমার প্রতি বড্ড অভিমান হয়
ওই যে তুমি রাগ কর
                তাই কি অভিমান স্বাভাবিক নয়।
হয় তো ভুল গুলো আমার
       তাই তো তোমার আমার সব বরাবর,
তোমার না পাওয়ার আমায় কাঁদায়
তোমার আনন্দ ঠিক আমায় হাসায়।
আমি তোমায় বহু প্রান্ত দেখা তে চাই
        যা দূরত্ব হবে না শেষ,
   তুমি বলবে আমি আর কত চাই
             এই টুকু তেই বেশ।
তোমার  আনন্দ মুগ্ধ হয়ে দেখবো আমি
যেমন করে আমায় দেখতে তুমি,
আমার জন্য তো তোমার শত সমুদ্র ভালোবাসা
আর তোমার জন্য আমার এক দিগন্ত আশা।
আমি  তোমার আঙ্গুল ধরে হাঁটতে চাই
         যেন সে পথে প্রান্ত নাই,
তোমার দু'চোখের পৃথিবীতে শুধু আমি  
তোমার কথা আমার কাছে অনেক দামি
তোমার ভিতর গত আনন্দ টা আমি চাই
তাই তো তোমার কাছে আমি কখনো হেরে যাই,
           তোমার জয় আমার চরম পাওয়া
তোমার পরাজয় আমার কি নয়,
‌‌           তোমার ইচ্ছে গুলো আমার চাওয়া
তোমার স্বপ্ন গুলো যেন আমার হয়।
তোমার জন্য ভালোবাসা যেন এক এক ভোর
        তোমার জন্য এই ভূবন মোর,
সবাই তো বলে বাবা তোমায় সত্যিই ভালোবাসি
আর আমি বলি পৃথিবীময় যেন
             তোমার সন্তান হয়ে বার বার আসি।