পাহাড় কে প্রশ্ন করো কেন তার  উচ্চতা?
সৃষ্টিকর্তা বানিয়েছে দিয়ে বহু মাধুর্যতা,
     তাই তো তার বুকে এত ছবি
                তাকে ঘিরে এত কবি।
           কোন গাছ আকাশ ছুঁয়ে
      কেউ থাকে আবার জলে ঘরে,
           কেউ কে দেখে দুহাত ভরে
           কেউ কে আবার দুচোখ জুড়ে।
     পাহাড়ের বাড়ি হয়তো কারো জানা
       তার সীমানায় যাওয়া নেই তো কারও মানা।
              কোনটা কে বলে উচ্চতা
                   কোন টা বা সীমানা,
                      সবটাই তো ছলনা


                  মানুষ রূপে উচ্চতা কি?
                নাকি গঠন প্রণালী ফাঁকি।