জীবন আমার সীমাবদ্ধতা তাই পারিনা ছুটতে
মন চায় আমার আকাশ পানে ডানা মেলে উড়তে
জীবনের চাওয়া পাওয়া কখনো যায় হারিয়ে
মন আমার বিষন্নতা যায় কাঁদিয়ে।


ভুবন জুড়ে কত আলো পারিনা আমি ছুঁতে
সীমাবদ্ধতা আমার আটকে রাখে নানা শর্তে
ইচ্ছে করে সমুদ্র জলে ভাসিয়ে রাখি মন
ঢেউ ঢেউ ভেসে যাবে আমার জীবন।


থাকবে না পিছুটান আটকে রাখায় বায়না
নতুন জীবনে করবো আমি সূচনা
মন তো আমার লাগামহীন ঘোড়া ছুটাছুটি করে
কখনো এখানে কখনো ওখানে সে উড়ে।


স্বপ্ন শুধু দেখে যাই জীবন জুড়ে
কল্পনার পৃথিবী দিতে হয় ছেড়ে
মন কি মানে আমার কথা
তার তো আছে হাজার ব্যাকুলতা।


পাল্টে না জীবন পাল্টে না সময়
সবই আটকে থাকে সীমাবদ্ধতায়।।