মাগো, তুমি নাকি মায়ার রানী
       তুমি তো ভালোবাসা বাণী
       তোমার আলতো ছোঁয়া
         আমায় জাগায় মায়া
তোমার দূর দৃষ্টি কেন এত তীক্ষ্ম
       হয় তো তুমি তাই অনন্য
তোমার অনুভূতি কেন এত জীবন্ত
তোমার ভালবাসার হয় না কেন প্রান্ত
তোমার জন্য বানাবো এক পৃথিবী
   সেখানে শুধু তুমি আর তুমি
তোমার নামে লিখবো সেই ভূমি
তোমায় এনে দিবো হাজার তারা
পৃথিবীর মাঝে জাগাবো ভালোবাসার সাড়া
     সেখানে যদি হই তোমার মাতা
পারবো কি মুছতে তোমার ব্যথা
তোমার দু'চোখ শুধু ছলছল অভিমানে
      কখনো তা ঝর্ণা হয়ে নামে
তুমি কখনো গান কখনো কবিতা
     তুমি তো এক সমুদ্র মমতা
তোমার তো হয় না তুলনা
তোমার জন্য আমার সূচনা
তোমার সাফল্য তো আমায় ঘিরে
তোমার সকল পাওয়া আমায় জুড়ে
পরে না মনে করবে প্রথম হাত ধরেছি
পরে মনে করবে শেষ জরিয়ে ধরেছি
তুমি তো দেখাও নতুন ভোর
তোমার কথায় পাল্টে যায় জীবনের মোড়
পৃথিবী জুড়ে একটাই মমতা
    সে তো সবার মাতা
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
জনম ভরে যেন তোমার হয়ে আসি।