প্রথম ছোঁয়া নতুন অনুভূতি
ভালোবাসার এক নতুন কাব্যগীতি
হাত বাড়িয়ে বললো চলো একটু হাঁটি
এটাই ছিল প্রথম খুনসুটি।
ইচ্ছে ছিলো আকারে ধরবো
ভাবছি তখন না নিরব থাকবো
হঠাৎ বৃষ্টি ভিজালাম দুহাত
এ যেন ভালোবাসার নতুন এক সাধ।
হৃদয় যখন প্রশান্তির ছোঁয়া
এ যেন এক নতুন মায়া
চুপ থাকা শব্দ গুলো বাজে হৃদয়ে
ইচ্ছা করে চিৎকার করে বলি তারে
ভালোবাসা কি সত্যি মিথ্যে মায়া?
নাকি নতুন পৃথিবীর এক ছায়া।
ঝড়াক না সে হৃদয়ে রক্ত
তবু ও ভালোবাসারি সবাই ভক্ত
কত কবিতা কত নাটক কত গান
ভালোবাসা বাঁচিয়ে রাখে প্রাণ
কত বিষাদ কত তিক্ততা
তবু ও পেতে চায় মন ভালোবাসার ছোঁয়া।