তুমি কি আমার চাঁদ হবে?
যেমন করে আলো জাগায় যুগ যুগ ভরে,
         তুমি কি আমার সূর্য হবে?
যেমন করে আলো দেয় ভুবন জুরে।
        তুমি কি আমার ঢেউ হবে?
        কখনো শান্ত সমুদ্রের মাঝে,
    তুমি কি আমার আলো হবে?
           জীবন ময় সাঁঝে।
তুমি কি আমার বিশালতা হবে
             দিগন্ত রেখা ছুঁয়ে,
      তুমি কি আমার শ্রাবণ হবে?
              গ্রীষ্মের দুপুরে।
তুমি কি আমার নীল আকাশ হবে?
          মেঘলা আকাশময়,
     তুমি কি আমার উচ্চতা হবে?
                 হিমালয় ময়।
তুমি কি আমার জোছনা হবে?
           অন্ধকার পথে,


    তুমি কি আমার প্রাশান্তি হবে?
          বিরক্তি তার মাঝে।
      তুমি কি আমার হিসাব হবে?
           বই এর পাতার বাজে,
     তুমি কি আমার ছন্দ হবে?
      বাঁশি বাজা সুরে
    তুমি কি আমার মাঠ হবে?
          পৃথিবী প্রান্ত জুড়ে।
   তুমি কি আমার সুখ হবে?
          সকল দুঃখের মাঝে
   তুমি কি আমার পাওয়া হবে?
       না পাওয়ার তীরে,
    তুমি কি আমার ঘর হবে?
        পাখি ময় নীড়ে।
     তুমি কি আমার হবে?
   সব ত্যাগের বিনিময়
  তুমি কি সত্যি আমার হবে?
      সকল পৃথিবী ময়!