ডাকো যখন অদৃশ্য হাত ইশারায় ভীষণ
ব্যস্ত আমি আপন কাজে মনটা উচাটন
এদিক সেদিক ও চোখ মুখ উদ্ভাস আয়নায়
দূরে ডাকে তীর্যক সুরে কুটুম পাখি বায়নায়
বলে কথা কানে কানে সবকটি দেহজ অর্গান
অতিথি মনোচোর চুপিসারে ধড়ফড় প্রাণ
হাওয়ার ঠোট চুমি উড়ায়ে দেই শূন্যে
কুসুমিত চারপাশ সাজে নানা পুর্ন্যে
বাহারি চুলের  স্প্রিং রোডে তড়িৎ তাপা হাত
পরশে পরম মমতায় ভুলায় আঘাত
ঘণ্টা বাজে বুকের মন্দিরে দোলে পূজার দোল
অদেখায় কেঁদে ফিরে অকারণ অসম বোল।