সুন্দরতো দেখেছি ঐ সূর্য রক্তিম দু’চোখে
আর কিছু নেই কাছে যা আছে তার কাছে কাছে
এই দেখার আকাঙ্খা সারাদিন সারারাত
পুড়িয়ে পুড়িয়ে যায় ভালোবেসে অবশেষে
শব্দের গাঁথুনি জোড়ে হৃদয়ের আবাহনে
আপেক্ষিক মহাকর্ষ তড়িৎ চৌম্বক তাপ
ছড়িয়ে ছড়িয়ে ধায় ঝড় উত্তর মেরুতে


ফ্যারাডে সর্বোচ্চ তাপে ব্যবহৃত সরঞ্জাম
তাপ তরঙ্গের তীরে সফেদ উর্মির দোল
কোথাও নেই বাধন অজানা হীরক দেশে
জ্বালানী দহনে সিক্ত সতেজ দুর্বার দল
উপত্যকা জুড়ে রোদ হলুদের লুটপাট
নিজেরই সমীক্ষাতে  অবাক সবাক বোকা
আইনস্টাইন স্থির দক্ষিণ মেরুতে।