সেদিনেও আমাদের মনে ছিল
রক্তিম সবুজে রাঙা বৈশাখ
কত কথা কলি তা থৈ থৈ ঠোঁটে
হাতে হাতে বাধা রাখির দাগ


কার্বন পড়া অতীত আছে বর্তমান
দুজনের মাঝে ধূসর সাঁকো
শুধুই স্মৃতির আজল আনাড়ি আর্টিষ্ট
নতুন রঙে সেই ছবি আঁকো


বৈশাখ ডঙ্কা বাজায় পাশের জানালায়
বিদ্যুতের উষ্ণতায় হাতছানি
মোবাইল ফোনে ফোনে ভালোবেসে
আলিঙ্গনে বৈশাখী আনি।