জন্মান্তরের বৃক্ষ হয়েছি
বৃক্ষের হাত নেই প্রতিবাদী মিছিল করবে
পা নেই সামনে এগিয়ে যাবে
সংঘটিত ঘটনা দেখার তাৎপর্যপূর্ণ চোখ নেই
মুখ নেই শব্দ করার, নখ নেই আচর কাঁটার
জিব নেই ভাল মন্দ স্বাদ বোঝার
একটাই কাজ
শেকড়ের ঋণ নিয়ে সালোক সংশ্লেষণে বাঁচা
সব সইবার সহনশীলতার নামইতো বৃক্ষ
ছোট বড় ঝড় জলোচ্ছাসে
বিস্ময়কর অভিজ্ঞতা আছে
বৃক্ষ কেবলই সেবক
রোদে ছায়া, অক্সিজেন সরবরাহকারী
পরিবেশ শীতলীকরণ
গা গুতোয় রা’ নেই
ঘর গেরস্থলী, আসবাব আগুনে
সেবার এক নাম বৃক্ষ
বৃক্ষ হয়েছি যার যা বলার
বলে যাও নিশ্চিন্তে
রক্তিম প্রতিবাদের সমূহ সম্ভাবনা নেই।