বাড়ী গেছো ম্যাসেজে সেই খবর পেয়ে গেছি
নিশ্চিন্ত ঠিকানা মানুষের চিরন্তন চাওয়া
বাধনটুটা মন খুব দাবী রাখে খোলা আকাশ
যারা চায় পায় না তারা এই জীবনে মরণে
জীবনে যাদের বাধ্যতামূলক খোলা খেয়া
তাদের দুঃখ নিয়ে স্নায়ুর বিলাসিতা ভাবনা
সুখের রকেটে কল্পনা জল্পনা ঠিক না ঠিক না


মিশাইল মন মুহূর্তে কত কি চিন্তার জগত
মিরাকল চশমায় দেখে থাকে পলকহীন রোজ রোজ
রাত্রিযাপনে নিরাপদ ঘর দুয়ার প্রয়োজন
ভবঘুরে হৃদয়ের কোনো নির্দিষ্ট ঘর নেই
যখন যেখানে খুশি ঘুরে আসে স্বাধীন
পরিযায়ী পাখায় মন ভার রেখে হারিয়ে যায়
অদূরে পাহারায় বসে থাকে তোমার দরজায়।