এক যে আছে ছিঁছ কাদুনে
করে শুধু কান্না
খেতে দিলে নানান কথা
পরে খুঁজে পান না।


রাস্তা ঘাটে চলতে গেলে
নুলু নুলু ভাবটা
পড়ি মরি নিবে গিয়ে
ভ্যানে রাখা ডাবটা


কোনো কিছু বললে তাকে
কতো কথার বায়না
এটা নিবে ওটা নিবে
পছন্দেরটা পায় না


রিক্সা ওঠুক বাসে ওঠুক
শুধুই লাগে ব্যথা
সুর মিলালে তারই সাথে
কেঁদে ন্যাতা ন্যাতা।


ছিঁছ কাদুনে ছিঁছ কাদুনে
ভীষণ রকম বোঝা
কোনো কাজে লাগে নাকো
অকাজ কাজের ওঝা।