এখন তুমি যেতেই পারো যাবার তো
হয়েছে সময়। থাকে কে অযথা পড়ে
প্রয়োজনহীন; এই যে দেখি গুরুতে
ভক্তি। তারপর শূন্য সবি, যাবে বলে
-ইতো আসা। এ আর কী নতুন ভাবনা
দেয়ালে যাবার দৃশ্য আগমনী পদ-
-চিহ্ন ছিল ম্রিয়মান আঁকা ঝোঁকা পিছে


ভাবছি না পরিণাম সামনে থাকুক
বৃদ্ধাশ্রম, মেনে নিতে পারার ক্ষমতা
কয়জন রাখে, সবংসহার কিছুই
বেখাপ্পা মনে হয় না, যাবার সকল
সুরই বিরহী কাব্য। ভাঙনের নাম
সৃষ্টি কাঁচঘর খেলা, অসাবধানতা
কাঁচে কাটতেই পারে মেহেদীর হাত।