লাঙলের সাথে সখ্য যার কৃষক সে
শস্য ফল ফসলের জানে সবলোক
জোয়ালের মই কাঁদে ছোটে কুয়াশায়
ঐ দূরে চাষের মাঠে দু’ধারে গাছের
সারি সুবজের মহা মিলনের ছবি
পায়ে পায়ে পিছে ফেলে ধোঁয়াটে আকাশ
সূর্যটা জানায় পূবে ওঠে ভোর হোক


এখানে অনেক কথা আশৈশব গাঁথা
নেই কার স্মৃতি কালে কালের কথন
শিশির ভেজা গা সিক্ত নতুন চারার
বাতাসের কানে বাজে শনের মাদল
রোদ পেয়ে মেলে দল ফুলেরা সকল
অচেনা কত জীব বিচিত্র্য জীবন
প্রকৃতি খেয়ালে থাকে অদৃশ্য যতন।