সময় হলে যেতে হয় চলে সুদূরের দূরত্বে
যতখানি দূরে গেলে হয় ভাল
না হলে সম্পর্কের দেয় দেখা টানাপোড়েন
সুসময়ই করে আপন দুঃসময়ই যেতে বলে দূরে
মানুষ এখানে অসহায়, নেই কিছু করার
পোড়া দুঃখ স্মৃতির পাকস্থলীতে হয় না হজম সহজে
মানতে হয় তবুও অহেতুক
জলমগ্ন দুঃখ নদীর জল শুকালে
পাথর চোখে আগুন বেরোয়
নিঃশ্বাস চাপা আগ্নেয় বিস্ফোরণ ঘটাবেই সন্দেহাতীত
রেটিনায় ক্ষয়ে যাওয়া শত চিহ্ন বিস্মৃতি
মানুষের জীবনে ব্যক্তিগত থাকে কতটা দুঃখ
সার্বজনীন দুঃখের আঘাতেই ব্যক্তি জীবন নিঃশেষ
ব্যক্তিই করে দুঃখ ধারণ; যায় না বাতাসে উড়িয়ে দেয়া
নৈর্ব্যৃত্তিক দুঃখের নেই কোনো অস্তিত্ব
বিড়ম্বিত দুঃখ যতই হোক ভারী যেতে হলে দূরে
সঙ্গী বলেই তাকে ভাবতে হবে
তার বেশী বিকল্প কিছু থাকে না জানা ।