অতৃপ্ত জীবনের সুখ খোঁজা যাযাবর পাখি
শূন্য লতায় বাঁধে হলুদ আশার অঞ্জলি
কে বলে অমল সুখ আছে নির্মল ভূবনে
ধূসরিত আলো আঁধারি ছবি দূরে দূরবীণ আঁখি


সুখ তো- আকাশ মাটির মিতালী প্রতিবিম্ব আয়নায়
অসুখের আগুনে পোড়ানো একরোখা দিয়াভূত
তন্ন তন্ন খুঁজে বেড়ায় নির্মেদ স্বপ্নে হীরামন
ঘর থেকে বের হয়ে ফের ঘরহীন ঘরেই ফিরে যায়।