সময় মানুষকে কাছে টানে
সময়ই ঠেলে দেয় দূরে
আছে যে আপন হৃদয়ের সর্বস্ব
কাল সে দূর সুদূরের কেউ
মায়াবী চোখে কাছে যে তাকে
তাকে ঘিরে আর্বতিত হয়
সুখ দুখ জীবনের যাবতীয় স্বপ্ন
দিনের শেষে যুগল রাত কাটে
আগুন রাত শেষে দিনের স্বর্ণালী সূর্য
স্বপ্ন ভূক চোখে একজনই উত্তর মেরুতে বসে বসে
আহিৃক গতি-বার্ষিক গতির জোয়ার ভাটা ঘটায়
পূর্ণিমার নীল জোছনা জলে ভিজিয়ে রাখে হংসমিথুন
এই কাছে দূরের খেলায় মানুষ ব্যতিব্যস্ত সারাক্ষণ।