সুখ দুঃখের সাথে ঘর বসতি তোমার
জ্যোৎস্নার কোলে মাথা রেখে
সুয়োরানী -দুয়োরাণীর গল্প শোনা
সুখ পাখীর ঠোঁটে সুদিনের বার্তা
দুর্দান্ত যৌবনের আদরমাখা প্রেমের চিঠি
হিজলের মালায় জড়িয়ে রাখা কৈশোর
আবার তুমি মটরশুটির সুঘ্রাণে
পাগল করা ফসলের ফুলে কৃষক হাসি
মোবাইল, ফেসবুক, টুইটারে বিবিধ অ্যাপসে
আর চা-কফির কাপে তুমি প্রতিবাদের
তোলো তুফান প্রেমে বিপ্লবে


বিপ্লবী সন্তানের ফিরবার পথে
চেয়ে থাকা মা’র অপেক্ষা
বঞ্চিত মানুষের পাশে তুমিই
ভরসা ম্যাচের কাঠি আগুন ছড়িয়ে
রাজপথে আহবান জানানো তারুণ্যের কমরেড
স্প্যানিশ, বিশ্বযুদ্ধ অক্ষশক্তি-মিত্রশক্তি
বহু বিপ্লবী ইতিহাসে পূর্ণ তুমি
পূর্ণতায় একশ ভাগ তুমি একাত্তরে


অবাক হই যখন সোমালিয়ায় হাড্ডিসার কঙ্কাল দেখি
সিরিয়া, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন
আর মিয়ানমারে তুমি হত্যা যজ্ঞে মেতে থাকো
মানুষের তৈরী অস্ত্রে প্রকৃতি ও মানুষ হচ্ছে ধ্বংস
তখন তোমাকে মনে হয় . ..
যুদ্ধে হেরে যাওয়া দ্বি-খন্ডিত তলোয়ার।