একখন্ড জন্তুর মাংস
টুকরো বরফের আশায়
আর্য জীবন পরোয়া না করে
পাথর, কাঠের হাতিয়ারে
বন্য পশু জীবন যাপন
নদী তীর ঘেঁষে পৃথিবীর সভ্যতা
শাখা প্রশাখায় বিস্তৃত
কলের লাঙ্গলে চাষবাস মাড়াই
যন্ত্রের কলধ্বনিতে নৌ জাহাজ
আকাশের বুকে সৌর বিমান
ইন্টারনেটে বিশ্ব ভ্রমণে গ্লোবাল মানুষ
মঙ্গলে অভিযান নতুন লোকালয়ের সন্ধ্যান
বছর ঘুরে মে দিবস আসে
নতুন নতুন সংকটে মেয়েলী কিশোর
কিশোরেরাও নিখোঁজের তালিকায় ওঠায় নাম
মে দিন যাদের তৈরী তারাই নানা বিপত্তি বাদক
সংকূলে জড়িয়ে জীবন বিধি বিপরীতে
যানবাহনে নিরাপদ নেই নারী
ওঠতি কিশোর অপরাধী নানা ফাঁদে
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেকার হাজার হাজার
রাজপথ ঘুমাতে পারে না কখনো
একদিন ঈশ্বরী পাটনী স্বপ্ন দেখেছিলেন
তার সন্তনরা যেনো থাকে দুধে ভাতে
মাছে ভাতে লোক ঐতিহ্যের বাঙালীর
খোলনৈচা উপড়ে আছে জাতীয় জীবনে


মে দিবস তুমি চেয়ে আছো কার চোখে ?
কোন্ প্রিয় প্রেম তোমার
অভাবের পেঁয়াজী ঝাঁঝে সালফার
মিশ্রিত হাইড্রোজেন বিক্রিয়া থামাবে


ভালোবাসার টানাপোড়েনে
দূরত্বে দূর পরশ্রী বুকের মানুষ
লালফিতে কপালে বাধা দুরন্ত লড়াকু ষাড়
হেরে যায় প্রতিঘাতে
মে দিবস আত্মহত্যা করছে শ্রম শিশুর শ্রমে
কখনো কখনো লাশ মিলে
গেরস্থের পানির ট্যাংকির ভেতর
পঁচা দুর্গন্ধে ঠিকনাহীন কুকুরেরা ডাস্টবিন পাহাদার

মে দিবস তোমার সফলতার গান শুনবে
বলেই সে দিন রেসকোর্সে লক্ষ লক্ষ প্রাণ
পদ্মার স্প্যানে দেখা যায় আশার বাণী
সমাজ জীবনে হাতুড়ির ভোতা শির
জং ধরা কান্তে কৃষকের জোড়াতালি
ক্ষুদে পন্ডিতের কাছে এখন আর সুখপাঠ্য নয়
এইম ইন লাইফ
বিবেকের ভেতর জমে যাচ্ছে পরাজয়ের গ্লানি শত


মে দিবস তুমি এসেছো আঠারো’শ শতকে
আর নাম নেই যাবার
বলো, ঘুরতে কি মন চায় না কখনো ?
লোকালয় থেকে দূরে কোথা ... ও
কোথায় তোমার সমতার মাপকাঠি !