ভালো যাদের বেসেছি
বাসেনি ভালো তারা কেউ
প্রয়োজনে সবাই আসে কাছে
যায় চলে দূরেও তাক ধিন না ধিন
প্রসাদ প্রার্থী ক্ষুধিত পাষাণ
চাই চাই কামনার কাতরতা থাকে জেগে
মন মহলের খোঁপে খোঁপে
ঝোঁপ বুঝে খুলে বসে চাহিদার ঝাঁপি
প্রত্যাশিত ফল না হলেও ভাল নেই ক্ষতি
প্রচার কাজে প্রাথমিক পুঁজি বিনিয়োগ
ভাল না বাসতে পারলে থাক অভিনয়
ভালোবাসা শব্দটির ব্যাঙের সাথে সখ্যতা
লাফিয়ে বেড়ায় ইচ্ছের ঘাস ফড়িং
যতক্ষণ যাকে যায় ভালোবাসা
ততক্ষণই ভালোবাসা হয় মূল্যায়িত
মানুষ একের অধিক ভালোবাসে
এই-ই স্বভাব সুলভ মানসিকতা
ভালোবাসি মিথ্যের বৃথা বাক্যালাপ
সত্য বলা তার চেয়ে ঢের ভাল; বাসি না ভালো
কিছুটা কষ্টের করাঘাতে না হয় দুলবে
ফের ওঠবে জেগে অন্যরকম কোনো স্বপ্নে
গ্যালাক্সি জোটের আকর্ষণে যাবে ছুটে নতুন সন্ধানে
কেনো জানি হয় মনে; না তুমিও যাবে চলে
অন্য দশজন মানুষ যেভাবে হয় অদৃশ্য!