রবীন্দ্রনাথের প্রেম নিয়ে
ভালবাসতে গিয়েছি কতবার
কখনো কখনো কাকের পাথর পেলে
কলসি তলার জল খাবার চেষ্টায়
বিমুগ্ধ আশ্চর্য তৃষ্ণায় পান করেছ আকণ্ঠ


ক্রিষ্টাল পাহাড়ের দুদিকেই নিজের ছবি দেখে
ভয় পেয়েছ কি-না জানি না; জিজ্ঞেস করিনি
ভালোবাসতে হলে সবটা বাসতে হয় উজাড় করে
পরশ পাথর ছুঁয়ে আগলে রাখতে হয় বুকের সাথে
দুরে দূরে কি প্রেম থাকে ঠিক জায়গায় বেশীদিন ?
পেঙ্গুইন পেতে রাখে কাংখিত ফাঁদ
যে পাথর পছন্দ করবে সেই পড়বে আটকা


আজকাল সিংহ রাশিকে কন্যা রাশিরা
আক্রমন করার কৌশল খুঁজছে
ছোটমাছ খেতে গিয়ে কাটার যন্ত্রণা
নিত্যই ব্যালকনি চায়ের আড্ডায় অনুপস্থিত প্রেম
দূরের ঐ পাহাড়ের গায়ে ঝুলে আছে
অসংখ্য বার্ড অব প্যারাডাইস
সঙ্গে দু'চারটি ছোতরা'র ফুল, র‍্যাফেলসিয়া


মাঝে মাঝে শংকিত হই অযাচিত নীরবতায়
কিঞ্চিত উচ্ছলতায় যেখানে ফোটে রহদদেন্দ্রন
সেখানে কোন্ অনাকাঙ্ক্ষিত অভিমানে নি:শব্দ তুমি!