কত যে পাবার বাসনা মনের গভীরে
এত কাছে তবু ঠিকানা খোঁজে মন
চারিদিকে কত সব স্বাভাবিক দেখা
নিজের ভেতরেই অস্বাভাবিকতায়
দুর্মর জিজ্ঞাসা হাতড়ে হাতড়ে হাঁটে

ভ্যাপসা বায়ূর নির্বিচার আনাগোণা
জলীয় বাস্পে বৃষ্টির প্রত্যাশা
মৃত্তিকার অদৃশ্য টানে
ঘেমে নেয়ে ওঠে চলনবিল
নৌকা দৌঁড়ে কাতলার বিচরণ
বলতে বলতে ফুসে ওঠে সমুদ্র কথন


নৃবিজ্ঞানী, কত আর এভাবে সেভাবে ?
উন্মত্ত পাহাড় বলছে কেবল
তোমার সাথে ক্লান্ত হতে চায় ভীষণ!