গোপন হৃদয়ের উৎপাদন ইউনিটের গতি ধীর। মস্তিস্কে আবেগের লিম্বিক ইউনিটে কোনো দৃশ্যই সালোক সংশ্লেষণ উপযোগী হয়ে উঠছে না। যেনো অকল্পনীয় চিন্তার কোনো বিষয়বস্তু নেই। আলফা বিটা লেভেলে ধ্যানমগ্ন হতে পারি না। প্রাত্যহিক রুটিন বাধ্যতামূলক খাবার আর ঘুম ছাড়া অন্যত্র যোগাযোগহীন। মাঝে মধ্যে উঁকি দেয় প্রিয় মুখ। কেনো জানি আগের সেই মোহময় চেনার সাথে মিলাতে পারি না। একটা ঝড় ভাঙ্গা ঢেউয়ের অপেক্ষায় থাকি। তবুও থাকে নিস্প্রাণ উচ্ছলতার সেই মুখ !