ফুল দেয়ার অর্থ অনেক গভীর করে অনুভব করি। এখনো ইউনিভার্সিটির রাস্তায় অনেককে দেখি মমতার আবীর মাখা চোখে ফুল দিতে ফুল নিতে। মুহূর্তেই উচ্ছল হয়ে ওঠি। ফিরে আসি স্মৃতির মিরাকল দেয়ালে। আদুরে ফুল দিতে ভুল করলে সমূহ বিপদ। ও ফুলের মূল্য জীবনের দামে দিতে হয়। আমার দেয়া ফুল তার কাছে থাক পরম যত্নে হৃদয়ের ফ্লাওয়ার ভাস-এ। অযত্নে হারিয়ে যাবো তোমার কাছ থেকে সুদূরে। থামবো না যেনো; অভিধানে থামতে নেই। যে আমার সোহাগী ফুলকে যত্ন করবে; আমি তার ফুল ফুটাবো কবিতায় ...।