বাইরে বৃষ্টি ভীষণ। পাগলাটে মন জানি কেমন কেমন। ভিজছে কামিনীর গাঢ় পত্রপল্লব। ভিজে চুপসে দুটি বুনো শালিক। ভিজছে সবুজাভ বাড়ীর লোহার গ্রীল। বায়ুমণ্ডলের জলীয় বাস্পে ঘনীভূত মেঘ ঘিরে রাখে আমার চারপাশ। তরল বৃষ্টির ধোঁয়ায় দেখি তোমার হাসোজ্জ¦ল মুখ। বুঝি না তুমুল বৃষ্টিতে ভিজেও, কেন তৃষ্ণার্ত এ হৃদয় !