চাই পদক যা করেছি যৌবনে
বিপ্লবী চেতনায় উজ্জীবিত
শেকড়ের বৈভব রক্ষায়
চাই তার প্রতিদান; স্বীকৃতি
বিদ্রোহী কণারা জোয়ারে জাগে
ঢেউয়ে ঢেউয়ে তড়িৎ বেগে
একশ একটা বুলেট ছুঁড়ে বিবেকের ময়দানে
জন নেই ধন নেই নেই বাহুবল যার
বিদ্রোহ জানাবার ভাষা তার কই?
মিডিয়ার কল্যাণে ফেসবুকে হাক ছাড়ে
নড়ে ওঠে পদকের খসড়া তালিকা
মুহূর্তে চুড়ান্ত যায় হয়ে খসড়া
নেই বেঁচে কালিদাস, ফেরদৌসী, রবীন্দ্রনাথ
চায় না তো কেউ আর
উজ্জয়িনীর কানন ঘেরা
প্রাচীর দেয়া প্রাসাদ বাড়ী
মাত্র লক্ষ টাকা, ক্রেস্ট ও উত্তরীয় সম্মাননা
এই হলে যায় মিটে স্বাধীনতার দেনা
বায়ান্নের ভাষা মুক্তি একাত্তরের সাহস
স্বাধীনতার মূল্য দিয়ে হলো কেনা পদক
গুণের পদক পেলো গুণে
কী দাম দিয়ে নিলো কিনে
এমনি গুণী আছে অনেক
বলে না চাই পদক
স্বাধীন দেশে নিঃশ্বাস ছাড়ার স্বাধীনতা পেয়েছে
স্বাধীনতার মাস এলে পদকের তালিকা দ্যাখে
ছাড়ে স্বাধীন নিঃশ্বাস !