আঁধার রাতের চোখে নার্কোলপসি ঘুম লেগে আছে
ভালোবাসা মনের জানালায় করে যায় আঁকি বুকি
ব্যস্ততার বাউন্ডেলপনা উৎপাত আর কি
এমন বসন্ত সময় নিউরণের চলতি পথে
কি করে সব ভুলে করি কাজ
হাজারো উদ্দীপক একসাথে মস্তিস্কের নোভ ঘুরায় দ্রুত
ভালোবাসার বসন্ত আগমনী গান সুর ছড়ায় সর্বত্র
ক্যালেন্ডারে একুশে ভাবনার খেলা
ভালোবাসার একুশে উথাল পাথাল দশদিক
পলাশের লালে ঐ লাল মোরগ জটা
বসন্ত বিজ্ঞাপনে সাজানো প্রকৃতি শিমুলের শাখে
একুশের রঙ লাগা পালে জোয়ার উঠেছে সমুদ্রে
চিরদিন একুশের বন্দনা চাই
কে আছো কমরেড এসো উঠো নায়
একুশ বসন্তের ভালো লাগা স্রোতে চলো হারাই।