কীর্তি অমর হলে লাগে না কিছু
মানুষ অমর না তার কীর্তি কথা
মাটিতে মাটি সার হয় রাসায়নিক গুণে
বীজ পড়লে সালোক সংশ্লেষণ সজাগ
সমাধি অমর হয় কী হাড় গোড় নিয়ে ?
সৃষ্টির ঘোষণা মানুষ মাটির সৃষ্টি
লোকান্তরেও মাটি হয়ে যাওয়া
প্রকৃতির ল্যাবরেটরীতে বস্তুর ধর্মানুযায়ী
মনুষ্য দেহ তৈরী করবে জৈবসার
বাধ্যতামূলক বেকার কর্ম
তার চেয়ে সৃষ্টির আনুগত্যে
হাসপাতালে হোক উৎসর্গ
কাজে লাগুক জ্যান্ত মৃত হাতির মূল্যে
কবির মৃত্যু নেই মৃত্যু অমর হয় কবিতায়
ভাল লাগা কবিতাই শ্রেষ্ঠ সমাধি
সতীর্থরা যুগে যুগে শ্রদ্ধায় স্মরণে
চিত্ত থেকে অনুভব করবে
মাটির সমাধি বিবর্তনে হারিয়ে যায়
আদম হাওয়ার সমাধি কোথায় !
কোথায় বড়–চন্ডীদাস কেউ জানে না
চর্যাপদ যুগের ধারায় শ্রেষ্ঠত্বে সমুজ্জ্বল
মাটির সমাধি হোক না হোক আপত্তি নেই
কবিতা আমার মানুষের হৃদয়ে
সত্য শক্তির মনুমেন্ট হোক।