কার্তিকের রাত বাড়ে ; ঘন হয় স্বঘন কথা
দোফসলী জমিনে চাষের কথন
আবাদে আবাস গড়ে ফুল ফসলে
ভাচুর্য়াল তরঙ্গে যৌথ নিঃশ্বাসের আস্ফালন
ইথারে বিথারে শস্যের বিকিকিনি
শস্য বেপারী ডানে নয় শুধু বামেও দ্যাখো...
পুড়ে যাচ্ছে স্ব-আঙ্গিনা শস্যের কোলাট।