বেঈমান রোহিঙ্গা রাখাইনে নয় জাতি কোনো ?
ওরা নাকি রিফিউজি অকপটে বলছে
সেনা প্রধান জেনারেল মিন অং লাইং
সেনা-সরকারের অংশ শান্ত সুচি নীরব দারুণ
যুক্তিতে মিয়ানমারে বুদ্ধিষ্ট জাতি
সেই দর্শনে রোহিঙ্গা গোত্র বা উপজাতি
আরাকান রাখাইন প্রদেশ তারই অংশ বলে দুটো বিতার্কিক
আধো আধো বাংলা বোলে, বলে তাই যাও দেশ বাংলায়
সিয়েরা-লিওন, দক্ষিণ আফ্রিকা, ভারতের কলকাতা-ত্রিপুরা
প্রাকৃতিক পৃথিবীর আর আর দেশে বাঙালীরা যাবে কই ?
চীন-ভারত নি:শব্দে দেখছে তামাশা
ভাবছে না বাংলাদেশে বাজার হচ্ছে নষ্ট
অলক্ষে আম জনতা করছে চীন-ভারত পন্য বর্জন
নয় কিছু বাংলাদেশের জন্য অটো নিরাপদ থাকে বাংলাদেশ
বাংলাদেশকে দুই দেশ নিজেদের নিরাপত্তায় রক্ষায় রাখে


আমেরিকা ভাবে সাবে পৃথিবীর প্রভু
চীন-ভারতের মাঝখানে হলে ঘাঁটি
শক্তির শিব হবেন পৃথ্বীরাজ
জি হুজুর জাতিসংঘ দূর থেকে আর্শীবাদ ঢালে
যুদ্ধবাজদের খুশীর বাহানা বাস্তবায়নে ব্যস্ত
না হলে চীন, রাশিয়া, ভারত, ইসরায়েল,
ইউক্রেনের  উৎপাদিত অস্ত্র  ব্যবসা বন্ধ হবে
চীন, রাশিয়া, পোল্যান্ড,  জার্মানি  সাবেক যুগোশ্লাভিয়া,
ভারত, সুইজারল্যান্ড, ডেনমার্ক যুদ্ধ বিমান বিক্রি করবে কোথায় ?
রাশিয়া, চীন, বেলারুশ, বুলগেরিয়া, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বিক্রির মাথায় হাত
চীন,  ভারত,  সাবেক যুগোশ্লাভিয়ার  যুদ্ধতরী কিনবে কারা
চীন, সার্বিয়া, রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া,
ভারতের কামান বাজারে নামবে ধ্বস
চীন,  ইসরায়েল,  ইউক্রেন, ভারতের সাঁজোয়া যান কিনবে কে ?


বান্দরবানের গুনদুমের তমব্রু নদী সাক্ষ্য
রাখাইনের চন্দ্ররোসাং রোহিঙ্গার লাশের বহর
শরণার্থীরা আশ্রয়প্রাথী বন্যা কবলিত মানবিক বাংলাদেশে


দুর্গম পাহাড়ী খাড়া ছড়া বিপদ সঙ্কুল পথ
দিক্ভ্রান্ত চোখে রক্তনদী বিভীষিকার পলক
সেনা সমনে নাফের ওপারে মৃত্যুর ফাঁদ পাতে মৃত্যুযম


কেউ কেউ রোহিঙ্গা ইস্যূতে ধর্মের তকমা ঘষেন
ভিন গোত্রী রোহিঙ্গা ব্যতীত কামান মুসলিম আছে বার্মায়
নির্যাতিত রোহিঙ্গা হিন্দু-মুসলিম-বৌদ্ধ সমন্বয়
কাঁদে রোহিঙ্গার জন্য বাংলাদেশের মুসলিম
ব্যাথাতুর রোহিঙ্গা কাঁদে পাকিস্তানের প্রেমে
রোহিঙ্গাদের ফেসবুক আইডিতে শোভিত পাকিস্তানের পতাকা
আবুল আলা মওদুদী শিষ্য বাংলাদেশী যারা
অনিকেত রোহিঙ্গা নিয়ে করে রাজনীতির চাষ
তিনপাহাড়ি বাংলাদেশী মিন অং লাইংয়ের সহমত
ভাবছে  করবে স্বাধীন পাহাড়; খেদাও বাঙালী


উর্দুভাষী নাপাকিস্তান একাত্তর গেছে ভুলে
বলছে ষ্টপ জেনোসাইড অফ মায়ানমার
মিন অং লাইং ভাবছে ঠেলা গাড়ি দিলাম ঠেলে
থাকো শান্তির স্বর্গ বাংলাদেশে ভ্রাতৃত্বের বন্ধনে
যে সুখে রেখেছে একাত্তরের বিহারীদের
বিহারীদের নিক নিয়ে পাকিস্তান বাঙালীদের কাম্য


বাংলাদেশে অতি মানবতাবাদী বলছে
উদ্বাস্তু রোহিঙ্গাদের আশ্রয় প্রশয় বাড়ানো দরকার
সুবিধা ভোগী দল বলছে পানি নেই, গ্যাস নেই
বিদ্যুৎ নেই, চালের দাম চড়া, আনাজপাতি কড়া
আরাম আয়েশে ঘটলে ব্যঘাত রাজপথে ঝাড়– মিছিল
বেপোরোয়া মিছিল, সরকার উৎখাত হুমকি
হোমলেস রোহিঙ্গাদের থাকার বাসস্থান
খাবার ব্যবস্থা হোক সুচারু সুবচন
বন্যা কবলিত বাংলাদেশের ‘গোদের উপর বিষফোঁড়া’
খুলেছে লঙ্গরখানা, মেডিক্যাল ক্যাম্প, খাদ্য, বাসস্থান
দায় যত শেখ মুজিবের কন্যার


বিরোধী রাজনীতিকরা বলছে- সরকার ইসলাম বিদ্বেষী
তাই রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে না
আশ্রয় দেবার পর : কাঁচা টাকার লোভে
সরকার রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে
মোদীজি বলেন- রোহিঙ্গা বের করে দিবেন নিজ দেশ থেকে
সৌদি পোষ্য রোহিঙ্গার দুর্গতিতে দূর থেকে মায়াকান্না
এরদোগান পত্নী এসে দেখে শুনে হাতবুলিয়ে গেলেন
নিলেন নাতো জাহাজ বোঝাই করে
জাতিসংঘ রোহিঙ্গার ত্রান পাঠালেন মিয়ানমারে
ভূমিকাহীন ওআইসি নাক ডাকা ঘুমে
কয় লাখ একাত্তরে ছিল কলকাতায় ?
কয় লাখ সেপ্টেম্বরে ষোল কোটি মানুষের বাংলাদেশে
বিস্তর বেড়াজাল হিসাবের
যাই যে বলুক বিষফোঁড়া বাংলাদেশের পিঠে
হাজারো সমস্যার দেশে অতিথি বরণে আশ্রয়
আতিথেওতার অতিথি রোহিঙ্গা বড়ই বেদাড়া হালাকুর উত্তরসুরী
আনাচে কানাচে মাদক, চুরি, ছিনতাই, জঙ্গী কাজ
কোনোটাই বাদ দিচ্ছে না; একেই বলে-
বেহায়া বেলাজ লোক যে থালায় খায় সে থালা ফুটা করে
খাঁটি বাংলাদেশীরা গর্জে ওঠলে -
সেনা বাহিনী লালিত মিয়ানমার ফেরৎ না নিলে
খোলা আছে বেহিসাবি জলের বঙ্গোপসাগর
ধাপ্পাবাজ রোহিঙ্গা সতর্ক সংকেত
এবার তোরা মানুষ হ।


(রাজনীতি নয় বাস্তবতা অনুধাবনে ব্যকরণিক আলোচনা কামনা করছি)


সামান্য সংশোধন করা হয়েছে৤