বলিনি সে রাতে সে হাসিতে কী ছিল লুকানো
শুধু চেয়ে দেখলাম দু’চোখের উচ্ছলতা ;
দপ করে নেভাতে চাইনি কমলা কোষ -
ঠোঁটের সলাজ আগুন
এই ফাগুনে খাক কৃষকের খামার
সোনালী ধানবোনা মাঠে আউশ আমনের
বাড়ন্ত ছড়ায় নবান্ন নবান্ন ঘ্রাণ
বারমাসী চাষী এগিয়ে যায় সীমানা ছাড়িয়ে
এ বাংলায় জ্বালানো আগুন ছড়িয়ে যায়-
সাহারার বুকে তপ্ত বালির পরতে
একটা নিশুতি কোকিল মরুর খেজুর ঝোপে
ডেকে ডেকে ক্লান্তিতে ঘুমিয়ে যায়
তৃষ্ণার্ত চোখে তার অফুরন্ত অভাব
কৃষকের অভাব ধানের-বোনা ধান
মাড়াইয়ে কালক্ষেপন এভাবে সেভাবে
ক্ষেতে ক্ষেতে আক্ষেপ রোপন করে
সেলুলয়েডের তরঙ্গে দোয়েল শিস তোলে
সফেদ মরুর বুকে চিচিঙ্গা ফলে না
ঝিঙ্গে ফুল ফোটেনা
খেজুরের বাগানে ফিঙ্গে নাচে না
এখানে মহুয়ার দেশে নিশিতেও ডাকে কোকিল
চন্দ্রনাথ পাহাড় ফেটে চৌচির বৃষ্টির আবেদনে
শিবমন্দিরে ঘন্টাধ্বনি নৈমিত্তিক আয়োজন
ফাগুন নিয়ে বড়াই করো না ধানীকৃষক
শিমুলের আগুনে পোড়াব তোমার শস্যের হলুদ।