কিসের লাগিয়া এ পরান কাঁদে
তাহা যুঝিতে চাহে না!
উদাস পবনে মন ধায় কেন?
স্থির রহে না!
কে যেন ডাকে  শিউলি কাননে
সুবাস বিলাসে তায়!
কুসুমের আশে মন ধায় যেন
বিগলিত পরান টলে যায়।।
প্রভাতে তায় দিন গুনে যায়
এ অনভিত আকাঙ্খায়
এ পরান ছলনাময়ী কেন?
নানা বাসনার অভিপ্রায়!
চারদিকে হায় গুঞ্জরি শুনে
মন ব্যর্থ চাওয়া পাওয়ায়
এ জীবন বিফলে না যায় যেন
মন শুধু কেঁদে ফেরায়!
আমার এ পরান যাচে শুধু
সোনালী অতীত সন্ধ্যায়
বিয়োগ ব্যথা ভুলে নতুন শুরুতে
ডাকে স্মৃতির আঙিনায়।।