অন্ত:সারশূন‍্য~~


বেলা গড়িয়ে যায় রবি অস্তচলে
পাখির নীড়ে পাখি ফিরে  আপন মনে
উঠানের আলো নিস্প্রভ হয়ে আসে
সারাদিনের ক্লান্তি নেমে নিদ্রার মগ্নতায়
কিন্তু এতোকিছুর পরেও  নিজেকে নিজে প্রশ্ন করি
অন্ত:সারশূন‍্য কেন?
শতো ব‍্যস্ততা কি ক্ষণিকের মায়াজাল!
জীবন কী জৈবিক তাড়নার?
নিরেট নয় কি জৈবিক বৃত্তি নিবাড়নে!
বিয়োজনের বহর বাড়িয়ে সঞ্চয় শূন্য- পূন্য নথিতে গডডালিকা প্রবাহে গা ভাসাই।
জীবন কতটা স্বচ্ছ  আয়নার মুখোমুখি দাঁড় করায়!
প্রশ্ন ক্ষণিকে র্নিবাক।
রক্ত সম্পর্ক কাঁটাছেড়ায় শুধু বিতৃষ্ণা
দগ্ধ নয়তো মৌনব্রত!
ইহলৌকিক কর্মে কেউ বাড় পেয়ে
কেউ অদৃশ্য ঈশ্বরে সর্মপনে
ক্ষতবিক্ষত নয়নে অশ্রু বিসর্জনে তৃপ্ত।
পক্ষ বিপক্ষ বিধাতা অসহায়ে শুধু একরাশ হতাশা
কঙ্কালসার দেহখাঁচাটা নড়বড়ে  
তবুও জৈবিক তাড়নায় সচল
আর এর ই মাঝে যে শুধু
অচল সে হল স্বয়ং বিবেক ঈশ্বর
শিক্ষা,
দৃষ্টিভঙ্গি, নৈতিক চেতনা!!
অন্ত:সারশূন‍্য
শুধু জীবনের গ্রন্থলিপি।।


☆☆রিনা দাস
04.08.2022.