বিভৎস রূপী তালিবান
গদ্য কবিতা


মৃগ নাভির গন্ধ যেমন সুবাস ছড়ায়
বিপরীতে কাটা রক্তের দাগ তেমনি বীভৎস রূপ নেয়,
পেয়েছো সে গন্ধ?
পেয়েছো কি তার বেদনার মর্মাহত ধ্বনি,
হে সভ্য জগতের মানবজাতি
দেখেছ কি আর্তনাদের করুন সুর,
দেখেছ কি রাইফেল রেওনটের খতে ছাড়খার
বাঁচতে চাই বাঁচতে চাই বলেই চিৎকার
কেউ স্বজনহারা কেউ বলির পাঠা;
আজ পুরো বিশ্ব দেখছে জঙ্গি হানায় তৎপর আফগানিস্তান
না জানি কি দূরভিসন্ধিতে পাশাপাশি দেশকে হানায় কি খতরনাক এ তালিবান
ধর্ম জ্ঞানপাপী ধর্মের নামে ঢাল তরোয়াল তোলে,
পিছুপিছু উল্লাসে মাতে শঙ্কায় সাধারন জনগন
বিশ্ব দেখছে ইতিহাস খাতা
সত্যি বড়ই ভয়ানক!
বিদেশ বিভুঁই আছে অনেকে তারা করে হায়হায়!
অজানা ভবিষ্যতের শঙ্কায় নারী জাতি আতঙ্কে জীবন কাটায়
হায় একি রূপ দেখেছে বিশ্ব
একি নৈরাজ্য,
একই নিঃসংশয় বর্বর
পাষণ্ড হৃদয়,
মৃত্যু কবলে দেশবাসী কাতরায়
সভ্য হবে কবে এই তালেবান!