বন্ধন~~


আমি লিখতে চাই গুছিয়ে কিছু কিন্তু পারি নে,
সে আমার সত্তায় মিশে যায়!
তার মিষ্টি চাহনিতে আমি ভুলে যাই!
তার দুরন্তপনা মিশে যায় আমার কালবেলায়
আড়ষ্ট আমায় কুড়ে খায়
অলস‍্য সন্ধ্যায় নামে আমার হিসেবের সমীকরণ!
তার দুরন্তপনা মিশে যায় আমার বাল‍্যস্মৃতির অনুরাগে।
আমি স্হির হতে চাই কিন্তু পারি নে
সে আমায় বারবার প্রাণবন্ত করে তোলে
তার দুরন্তপনা আমায় চৌকস করে
তার স্মিতহাসি যেন আমার স্বর্গপ্রাপ্তির আনন্দ  উপভোগের শান্তি এনে দেয়।
আমার ক্লান্তি রাতের  আধারে ধুলিসাৎ হয়ে যায়,
কোথায় যেন আমার অপ্রাপ্তির খাতায় বিষাদের সিন্ধু ঘুচে যায়!
তার নিষ্পাপ মুখখানিতে ভেসে ওঠে অমর প্রেমের বন্ধন
আমার ক্ষুদ্র জীবনকে মহৎ করে গড়ে তোলে তার স্নেহের  অপ্রতিতুল‍্য মাতৃত্বে।
আমার নারীত্বে অলংকৃত করে তার পদার্পণে!
ধৈর্য্য আমায় পরীক্ষা করে,
আমার জীবনের অধ‍্যায়ে শুরু হয় এক নতুন ঘোড়াদৌড়
প্রতিমুহূর্ত সে আমায় ভাবায়
এতোকিছুর পরে যে যুগ যুগ ধরে কালের ঐতিহ্যবহন করে সে হল মা নামক বুলিতে
গড়তে চাই অনেক কিছু কিন্তু পারি নে
তবুও ভুলে যাই তবুও ভালবাসি
তবুও চাই নিজের পাশাপাশি
নতুন কাব‍্য লিখবো না হয় পরজন্মের কালজয়ীর সাক্ষী হয়ে!!
☆☆রিনা দাস
24.09.2022