খ্রিস্টানদের বড়দিন পালন বেশ ঘটা করে
প্রার্থনা সারে তারা প্রভাত সময়ে,
ছোট থেকে বড় তারা গির্জায় যায়
নতুন শুদ্ধ বস্ত্র পরিধান মত্ত রয়।।
হাসিখুশি সবে মিলে স্যান্টাক্লজের উপহারে
নানা দ্রব্যাদি তারা গরীব দুঃখীরে বিলায়।।
একসঙ্গে তারা সবে উৎসবে মাতে
মিষ্টি,কেক, চকলেটে তারা দিনটি পালন করে।।
আলোকের রোশনাই জ্বলে গির্জাও ঘরে ঘরে
সকল ক্লেশ দূর করে তারা ডাকে ঈশ্বরে।।
সকাল থেকে রাতে তারা করে নানা আয়োজন
মনোজ্ঞ সঙ্গীতে তারা ডাকে শ্রদ্ধায় যিশুখ্রিস্টেরে।।
এভাবেই করে তারা উৎসব পালন
বৃদ্ধ কিশোর মাতে যেন নানা বাহারে।।